স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে কুষ্টিয়া কোর্ট স্টেশন মসজিদের সামনে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক কনস্টেবল নাজমুল ইসলাম।
এ সময় ট্রেনের সিগন্যাল থাকায় সড়কে যান চলাচল বন্ধ ছিল। ওই দুই নারী একটি শিশু নিয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রিকশায় ছিলেন।
তারা ট্রেনের সিগন্যাল উপেক্ষা করে যেতে চাইলে কনস্টেবল নাজমুল তাদের বাধা দেন। এ নিয়ে তর্ক-বিতর্ক শুরু হলে এক পর্যায়ে দুই নারী নাজমুলকে শারীরিকভাবে আক্রমণ করেন।
আরও পড়ুন
স্থানীয় একটি ফার্মেসির সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক নারী হঠাৎ এসে তাঁকে চর থাপ্পড় মারতে থাকেন। পরে অপর নারী যোগ দিয়ে স্যান্ডেল দিয়ে নাজমুলকে পেটান এবং মোবাইলে ভিডিও ধারণ করেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই নারীকে থামান এবং পুলিশ সদস্যকে সেখান থেকে সরিয়ে নেন।
ওসি শিহাবুর রহমান শিহাব জানান, “দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় ওই দুই নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং জনগণের মধ্যে পুলিশের দায়িত্ব পালনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।