পর্তুগালে গায়ের রং দেখেই প্রবাসীর উপরে হামলা

পর্তুগালে গায়ের রং দেখেই প্রবাসীর উপরে হামলা

পর্তুগালে মো. জায়েদুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশি হামলার শিকার হয়েছেন। শুক্রবার ৪ থেকে ৫ জন কিশোর তার ওপর হামলা করে। ওই প্রবাসী এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার শিকার জায়েদুল গণমাধ্যমকে জানান, গিমারেজ শহরে একটি পার্কে পরিবারের সঙ্গে কথা বলছিলেন তিনি। হটাৎ একদল কিশোর তার দৃষ্টি আকর্ষণ করে এবং তাদের কাছে যেতে বলে। কাছে যেতেই তার ওপর হামলা করা হয় এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন।

পর্তুগালে গায়ের রং দেখেই প্রবাসীর উপরে হামলা

জ্ঞান ফিরলে রক্তাক্ত অবস্থায় পুলিশ স্টেশনে যান, সেখান থেকে পুলিশ তাকে হাসপাতালে পাঠায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাগা হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি আরও জানান, অস্ত্রোপচার শেষে বর্তমানে তার অবস্থা স্বাভাবিক রয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ইতোমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে বলেও জানান ভুক্তভোগী।

পর্তুগালে গায়ের রং দেখেই প্রবাসীর উপরে হামলা

বাংলাদেশি অভিবাসীর ওপর হামলায় গিমারেজের স্থানীয় সংগঠন গিমারেজ পেলা লিবারদাদ প্রতিবাদ জানিয়েছে।

তারা প্রতিবাদে উল্লেখ করেছে, শুধু গায়ের রঙের জন্য বাংলাদেশি প্রবাসীর ওপর এই ঘৃণ্য হামলা করা হয়েছে। তারা এ হামলার প্রতিবাদ জানান এবং তদন্ত সাপেক্ষে দ্রুত অভিযুক্তদের বিচারের আহ্বান জানান।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize